বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোকামতলা ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোকামতলা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। এসময় তিনি তরুণ সমাজকে নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার সাথে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেত, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আছার উদ্দিন, সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি সাজেদুর রহমান জুয়েল, শিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট শাকিল উদ্দীন, বগুড়া জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির প্রমুখ।
এসময় মোকামতলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলী মর্তুজা, জামায়াত নেতা নুরুল ইসলাম আকন্দ, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি নুরনবী ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাকসহ উপজেলার জামায়াত-শিবির ও যুব বিভাগের বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বাদ মাগরিব একটি বিশাল মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিলটি মোকামতলা বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনাতলা রোডের মোড়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, বগুড়া শিবগঞ্জে জামায়াতে ইসলামী বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।