• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দুর্নীতিবাজদের প্রতি ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে আগামী বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা শিক্ষকরা সাংবাদিকতা-ওকালতিসহ যেসব কাজ করতে পারবেন না দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে জনসমুদ্র গড়লেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত কমিশন : সিইসি রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের ২০২৫-২৭ কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর যুব সমাবেশে অনুষ্ঠিত বগুড়া-৪ আসনে জামায়াত প্রার্থীর উদ্দ্যোগে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্টিত স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে স্মার্ট নাগরিক হয়ে গড়ে উঠতে হবে : সাদ্দাম

বগুড়া-৪ আসনে জামায়াত প্রার্থীর উদ্দ্যোগে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদন / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
মুস্তাকুর রহমান জাহিদ,জাহিদুল ইসলাম,সাদিক কায়েম, ইব্রাহিম হোসেন

বাংলাদেশ ইসলামী ছাত্রশবিরের কেন্দ্রিয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ থেকে বিভাজনের রাজনীতির কবর দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বর্তমানের বিএনপি শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ যেই নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে একটি রাজনৈতিক দল সেই স্বপ্নকে পিষে মারার অপচেষ্টা চালাচ্ছে।

 

ইসলামী ছাত্রশিবির জুলাই শহীদদের স্বপ্ন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দিবেনা। আমরা জীবনবাজী রেখে শহীদদের স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ। বৃহস্পতিবার বিকেলে বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবির সভাপতি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে হাজার হাজার মানুষকে খুন, গুম করা হয়েছে। শত শত শিবির নেতাকর্মিকে খুন করা হয়েছে। অগণিত নেতাকর্মিকে গুম করা হয়েছে যাদের অনেকের কোন খোঁজ এখনো পাওয়া যায়নি।

 

তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি বক্তব্যেও শুরুর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন এবং উপস্থিত হাজার হাজার ছাত্র-জনতা আমিন আমিন বলে দোয়ায় শরীক হন। শিবির সভাপতি দেশের জন্য বেগম খালেদা জিয়ার অবদান এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে বেগম জিয়ার অপরিহার্য্যতা তুলে ধরেন।

বগুড়া-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, চাকসুর ভিপি ইবরাহীম রনি এবং রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। বক্তব্য রাখেন পাবনা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিষ্টার নাজিবুর রহমান মমিন, জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় ক্যারিয়ার ডেভেলেপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ডাকসুর নির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন মারুফ, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার প্রমূখ।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শত শত শহীদের জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। এদেশে আর কোন দূর্ণীতিবাজ, চাঁদাবাজ, কোন সন্ত্রাসীর ঠাঁই হবেনা। নতুন বাংলাদেশ হবে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ।

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ছাব্বিশ জুলাইয়ের আগের রাজনীতি আর চলবেনা। দেশের মানুষ নতুন ধারার রাজনীতি চায়। যারা জনগণের ভাষা বুঝতে অক্ষম হবেন তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।

চাকসু ভিপি ইবরাহীম রনি বলেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুইজন বাংলাদেশী হত্যার পর দেশের বড় দলের দাবীদার রাজনৈতিক দল একটি বিবৃতিও দিতে পারেনি। দেশের ছাত্রসমাজ কোন তাঁবেদারকে ক্ষমতায় দেখতে চায় না।

ছাত্র-যুব সমাবেশকে কেন্দ্র করে কাহালু ও নন্দীগ্রামে সাধারন মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সুষ্টি হয়েছে। ছাত্রনেতাদের আগমনে সাবেক ছাত্রনেতা মোস্তফা ফয়সাল পারভেজের বিজয়ের পথ সুগম হলো বলে মন্তব্য করছেন সমাবেশে উপস্থিত ছাত্র-যুবকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd